উচ্ছ্বাস

গত ছাব্বিশ রোজায় আপনাদের সকলের সস্নেহ অনুদান থেকে আহৃত অর্থে আয়োজিত 'উচ্ছ্বাস' নামক সর্বপ্রথম ইভেন্টে BSCF- রাজশাহী এক্সিকিউটিভ বোর্ড সদস্যগণ ছুটে চলে শহরের নিরন্তর জায়গায় অসহায়দের মাঝে ইফতার পৌঁছে দিতে।
তারিখ_৬ই এপ্রিল, ২০২৪, ইভেন্ট: 'উচ্ছ্বাস'-কিছু হাসিমুখের আনন্দধারায় প্রাণবন্ত হোক এই সন্ধ্যা। ইফতার বণ্টন: শতাধিক রোজাদার পথচারী।
এ কাজে আপনাদের সর্বাত্মক সহায়তায় আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ!
project Gallery




