2nd ASTRO CAMP 2025
'অজস্র নক্ষত্রের নিচে মানুষের পথচলা শেষ হবে না।'— সুকান্ত ভট্টাচার্যের এই সত্যের মতোই মানুষের স্বপ্নচর্চা ও অনুসন্ধান চিরন্তন। সেই অনিঃশেষ অভিযাত্রার ধারাবাহিকতায় আবারও, বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজন করছে "সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প ২০২৫"। তরুণ শিক্ষার্থীদের জিজ্ঞাসু মনের প্রতিশ্রুতিতে আরও একবার এ আয়োজন খুলে দেবে মহাবিশ্বের বিস্ময়কর দিগন্তের সঙ্গে পরিচয়ের নতুন দুয়ার।
আগামী ২৫, ২৬ ও ২৭ তারিখ— বৃহস্পতি, শুক্র ও শনিবার; রাজশাহী নভোথিয়েটার, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনদিনব্যাপী এই অনাবাসিক ক্যাম্প টি অনুষ্ঠিত হবে। জ্যোতির্বিজ্ঞানের তত্ত্বজ্ঞানকামী শিক্ষার্থীদের এ সম্বন্ধে মৌলিক জ্ঞান দেওয়া, যাবতীয় কৌতুহলের সূচনা ঘটানো, জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণে উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার স্তরে জ্যোতির্বিজ্ঞানকে অগ্রাধিকার দিতে দ্বিধাবোধের অবসানই এর মূল উদ্দেশ্য।
🎯 কারা অংশ নিতে পারবে?
দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ম শ্রেণি থেকে শুরু করে স্নাতক, এমনকি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।
🚀 ক্যাম্পে হবে টা কি?
৩ দিন ব্যাপী অনাবাসিক এই ক্যাম্পে শিক্ষার্থীরা জোর্তিবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে যেমন জানতে পারবে, টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবে আকাশ! পদার্থবিজ্ঞানের জটিল বিষয় গুলো শিখতে পারবে আনন্দের সাথে। শুধুমাত্র জোর্তিবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মতো ভারী ভারী সেশনই থাকছে না এই ক্যাম্পে! ক্যাম্পে অংশ নিলেই সুযোগ থাকবে গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টশন, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সাংগঠনিক আচরণ ও মানসিক স্বাস্থ্যের সেশন, ফিল্ড ভিজিট,নভোথিয়েটার পরিদর্শন, বিএসসিএফ জাতীয় অ্যাস্ট্রোনমি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ সহ পুরষ্কার জেতার অনবদ্য সুযোগ।
📌 কবে? কোথায়? কিভাবে?
🗓 তারিখঃ ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৫। [বৃহস্পতি, শুক্র ও শনিবার]
📍ভেন্যুঃ নভোথিয়েটার, রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
✉ নিচের Apply Button এ Tap করে ফর্মটি পূরণ করে নিচের যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করলেই আপনিও হতে পারবেন আমাদের অংশ!
📌রেজিস্ট্রেশন ফিঃ ৩৫০/- (তিনশত পঞ্চাশ টাকা মাত্র)
টাকা পাঠানোর মাধ্যমঃ ("সেন্ড মানি" অপশন)
বিকাশঃ 01714793032
নগদঃ01714793032
রকেটঃ 017147930328
চটজলদি রেজিষ্ট্রেশন শেষ করে যুক্ত হোন আমাদের সাথে! আসন সংখ্যা কিন্তু সীমিত! গতবারের মতোই আরও একবার দেখা হোক "বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প ২০২৫" এ! 🚀
শুভেচ্ছা সহ,
সামিন ইয়াসার সাদ
ক্যাম্প চীফ
বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প ২০২৫
মোবাইলঃ 01624966536
যেকোনো প্রয়োজনেঃ
রেদোয়ান আহমেদ,
ডিরেক্টর - ইভেন্টস,
বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ)
মোবাইল নং- 01714793032
Apply Now